Picnic 2018: Important Notice


ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যেসব স্টুডেন্ট আগামী ১০ মার্চ-এর পিকনিকে যাবে, তাদের জন্য দরকারী কিছু ইন্সট্রাকশন এখানে দেয়া হল:

পিকনিকের বাস:
স্টুডেন্টদের নিম্নলিখিত বাসে ওঠার জন্য অনুরোধ করা হল:

Bus No.
Batches
01
BBA – Batch 1, 2, 3, 4
02
BBA – batch 5th and onwards
BTHM – All batches
MBA – All batches
03
BBA – New batches
BTHM – All batches
MBA – All batches
English – All batches
04
Islamic Studies
05
06
07
Department of Law
08
CSE and EEE
09
10
Department of Architecture
11
Textile Engineering
12
Civil Engineering
13
Civil Engineering
Textile Engineering
14
NOT FOR STUDENTS
15
16
For those students
who will miss the scheduled bus.
17

অন্যান্য ইন্সট্রাকশন:
  •  ভলান্টিয়ারদের সকাল ৭টার কিছু আগেই ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে
  • ভলান্টিয়ার ব্যতীত অন্য সবাইকে সকাল ৭টার মধ্যে উপস্থিত থাকতে হবে বাস ছাড়বে ৭টা ৩০ মিনিটে
  • সবাইকে তাদের নিজ নিজ ব্যাচের জন্য নির্ধারিত বাসে (যার তালিকা উপরের টেবিলে দেয়া হয়েছে) ওঠার জন্য অনুরোধ করা হল
  • যেসব স্টুডেন্ট তাদের নিজ নিজ ব্যাচের জন্য নির্ধারিত বাসে জায়গা পাবে নাতদেরকে ১৬ বা ১৭ নং বাসে যেতে হবে। [updated]
  • যারা দেরিতে আসবে , তদেরকেও ১৬ বা ১৭ নং বাসে যেতে হবে (আসন খালি থাকা সাপেক্ষে)। এই বাস দুটি সকাল ৮-টার দিকে ছেড়ে যাবে। [updated]
  •  কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ১৪ এবং ১৫ নং বাসে কোনও স্টুডেন্ট উঠতে পারবে না
  • একজন স্টুডেন্ট যে বাসে পিকনিকে যাবে, তাকে ঠিক সেই বসেই ফিরে আসতে হবে কোনও অবস্থাতেই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাস বদল করা যাবে না
  • বাস ছাড়বে ভার্সিটি ক্যাম্পাস থেকে, এবং পিকনিক শেষে একই রুটে ক্যাম্পাসেই নামিয়ে দেয়া হবে তবে, ফিরে আসার সময় কেউ ইচ্ছা করলে আগেই সুবিধাজনক স্থানে নেমে যেতে পারবে
  • পিকনিকের টিকিট ছাড়া কেউ বাসে উঠতে পারবে না পিকনিকের পুরো সময়টা আই.ডি কার্ড পড়ে থাকতে হবে পিকনিকের পরেও কিছু দিন টিকিট রেখে দিতে হবে

আরও কিছু তথ্য:

পানিতে নামা: পিকনিক স্পটে পানিতে নামার এবং সাঁতারের ব্যবস্থা আছে, এবং ছেলে ও মেয়েদের জন্য আলাদা টাইম স্লট থাকবে যারা পানিতে নামতে চায়, তাদের আলাদা ড্রেস ইত্যাদি নিয়ে আসতে হবে

বাসের ভিতরের সাউন্ড সিস্টেম: কোনও বাসেই সাউন্ড সিস্টেম নেই তাই যারা পিকনিকে যাওয়ার এবং আসার পথে একটু বেশি ফুর্তি করতে চায়, তাদের নিজ দায়িত্বে তা নিয়ে আসতে হবে

শেয়ার করুন: সবাইকে এই নোটিস নিজ নিজ ব্যাচের ফেসবুক গ্রুপে শেয়ার করতে অনুরোধ করা হল