Picnic 2018: Important Notice
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যেসব
স্টুডেন্ট আগামী ১০ মার্চ-এর পিকনিকে যাবে, তাদের জন্য দরকারী কিছু ইন্সট্রাকশন
এখানে দেয়া হল:
পিকনিকের বাস:
স্টুডেন্টদের নিম্নলিখিত বাসে ওঠার জন্য অনুরোধ করা হল:
Bus No.
|
Batches
|
01
|
BBA – Batch 1, 2, 3, 4
|
02
|
BBA – batch 5th and onwards
BTHM – All batches
MBA – All batches
|
03
|
BBA – New batches
BTHM – All batches
MBA – All batches
English – All batches
|
04
|
Islamic Studies
|
05
|
|
06
|
|
07
|
Department of Law
|
08
|
CSE and EEE
|
09
|
|
10
|
Department of Architecture
|
11
|
Textile Engineering
|
12
|
Civil Engineering
|
13
|
Civil Engineering
Textile Engineering
|
14
|
NOT FOR STUDENTS
|
15
|
|
16
|
For those students
who will miss the scheduled bus. |
17
|
অন্যান্য
ইন্সট্রাকশন:
- ভলান্টিয়ারদের সকাল ৭টার কিছু আগেই ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে।
- ভলান্টিয়ার ব্যতীত অন্য সবাইকে সকাল ৭টার মধ্যে উপস্থিত থাকতে হবে। বাস ছাড়বে ৭টা ৩০ মিনিটে।
- সবাইকে তাদের নিজ নিজ ব্যাচের জন্য নির্ধারিত বাসে (যার তালিকা উপরের টেবিলে দেয়া হয়েছে) ওঠার জন্য অনুরোধ করা হল।
- যেসব স্টুডেন্ট তাদের নিজ নিজ ব্যাচের জন্য নির্ধারিত বাসে জায়গা পাবে না, তদেরকে ১৬ বা ১৭ নং বাসে যেতে হবে। [updated]
- যারা দেরিতে আসবে , তদেরকেও ১৬ বা ১৭ নং বাসে যেতে হবে (আসন খালি থাকা সাপেক্ষে)। এই বাস দুটি সকাল ৮-টার দিকে ছেড়ে যাবে। [updated]
- কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ১৪ এবং ১৫ নং বাসে কোনও স্টুডেন্ট উঠতে পারবে না।
- একজন স্টুডেন্ট যে বাসে পিকনিকে যাবে, তাকে ঠিক সেই বসেই ফিরে আসতে হবে। কোনও অবস্থাতেই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাস বদল করা যাবে না।
- বাস ছাড়বে ভার্সিটি ক্যাম্পাস থেকে, এবং পিকনিক শেষে একই রুটে ক্যাম্পাসেই নামিয়ে দেয়া হবে। তবে, ফিরে আসার সময় কেউ ইচ্ছা করলে আগেই সুবিধাজনক স্থানে নেমে যেতে পারবে।
- পিকনিকের টিকিট ছাড়া কেউ বাসে উঠতে পারবে না। পিকনিকের পুরো সময়টা আই.ডি কার্ড পড়ে থাকতে হবে। পিকনিকের পরেও কিছু দিন টিকিট রেখে দিতে হবে।
আরও
কিছু তথ্য:
পানিতে
নামা: পিকনিক স্পটে পানিতে
নামার এবং সাঁতারের ব্যবস্থা আছে, এবং ছেলে ও মেয়েদের জন্য
আলাদা টাইম স্লট থাকবে। যারা পানিতে নামতে চায়, তাদের
আলাদা ড্রেস ইত্যাদি নিয়ে আসতে হবে।
বাসের
ভিতরের সাউন্ড সিস্টেম: কোনও
বাসেই সাউন্ড সিস্টেম নেই। তাই যারা পিকনিকে যাওয়ার এবং আসার পথে একটু বেশি
ফুর্তি করতে চায়, তাদের নিজ দায়িত্বে তা নিয়ে আসতে
হবে।
শেয়ার
করুন: সবাইকে এই নোটিস নিজ নিজ
ব্যাচের ফেসবুক গ্রুপে শেয়ার করতে অনুরোধ করা হল।